কক্সবাজারে কোভিড-১৯ রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার দিল ‘সেব’

করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহারের জন্য কক্সবাজার স্বাস্থ্য বিভাগকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 12:30 PM
Updated : 11 June 2020, 12:30 PM

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মাহবুবর রহমানের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মাহবুবর রহমান বলেন, “কক্সবাজারে দিন দিন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার করোনাভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অতি জরুরি ‘হাইফ্লো-অক্সিজেন কেনোলার’ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ নিয়ে চিকিৎসা কেন্দ্রগুলোতে কিছুটা সংকটও বিরাজ করছে।”

তিনি বলেন, আইসোলেশন সেন্টারগুলোতে বিরাজমান অক্সিজেন সংকট নিরসনে শ্যিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর এ সহায়তা করোনাভাইরাস রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সিলন্ডার জেলার করোনাভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে চাহিদার  ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

সেব-এর মতো বিভিন্ন ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠানসহ বিত্তবান ব্যক্তিদের করোনাভাইরাস দুর্যোগে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে আরও কয়েকটি প্রতিষ্ঠান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদানের আশ্বাস দিয়েছেন। জেলায় রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চাহিদার পরিপ্রেক্ষিতে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে।

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) চেয়ারম্যান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, “করোনাভাইরাস মহামারীর এ দুর্যোগে একজন রোগী অক্সিজেনের অভাবে মারা যাবে; এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাময়। বিষয়টি সেব সংশ্লিষ্টদের নজরে এলে জেলার করোনাভাইরাস রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।”

সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সেব মহাসচিব নজিবুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি মাহবুবর রহমান,  সেব কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, ফিড কেমিক্যাল সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশন সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।