ধানের দামে খুশি রংপুরের মহেশ

করোনাভাইরাস মহামারীর মধ্যে রংপুরে ধানের দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক কৃষক।

আফতাবুজ্জামান হিরু রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 12:02 PM
Updated : 11 June 2020, 12:02 PM

সরকার যথাসময়ে ধান কেনা শুরু করার পাশাপাশি মহামারীর কারণে ক্রেতারা আগেভাগে ধান কিনতে শুরু করায় দাম বেশি বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, ৮৫০ টাকা থেকে ৯০০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে। এতে চাষিরা সন্তোষ প্রকাশ করেছেন।

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার কৃষক মহেশচন্দ্র বর্মণ বলেন, “গত কয়েক বছরের তুলনায় এবার ধানের দাম রেকর্ড করছে। এবার ভগবান কৃষকদের ভাগ্য নিজ হাতে খুলে দিয়েছে।

“সরকার এবার ধান কিনতে পারবে না। কারণ এবার মাঠেই ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা মণ দরে। খোলা বাজারে ধান যদি এক হাজার টাকা দরে বিক্রি হয় সে ক্ষেত্রে মানুষ সরকারি গুদামে যাবে না। গুদামে ধান দিলে বিল পেতে দেরি হয়। এখন কোনো খরচ ছাড়াই মাঠে ধান বিক্রি করে নগদ টাকা পাওয়া যাচ্ছে।”

সদর উপজেলার চওড়ারহাট এলাকার কৃষক মুরাদ হোসেনও খুশি বলে জানান।

বিডিনিউজ টোয়েন্টির ডটকমকে তিনি বলেন, “একদিকে ধানের ফলন ভাল হয়েছে, অন্যদিকে দাম বেশি। গত আট-দশ বছরের মধ্যে এবার দাম বেশি। তাই লাভও বেশি।

“এবার সরকারের কাছে ধান বিক্রি না করলেও চলবে। দাম বেশি হওয়ায় আমি ভীষণভাবে খুশি।”

এবার দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিডি নিউজ বলেন, “সরকারের পদক্ষেপ আর খাদ্যসংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভাল দাম দিতে বাধ্য হয়েছে। রংপুর বিভাগে এবার ফলনও ভাল হয়েছে।”

ধানের দাম সহসা কমার সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন।

রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল হক বলেন, “সরকার সঠিক সময়ে ধান-চাল কেনার পদক্ষেপে হাতে নেওয়ায় এবার শুরু থেকেই ধানের ভাল দাম পাচ্ছেন চাষিরা।”

রংপুর বিভাগে আট জেলায় এবার ৩১ লাখ মেট্রিকটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে দুই লাখ মেট্রিকটন বাড়তি উৎপাদন হতে পারে বলে তিনি জানান।