কোভিড-১৯: গাজীপুরে আরও ২ জনের মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 08:58 AM
Updated : 11 June 2020, 08:58 AM

আক্রান্তদের একজন গাজীপুরের শ্রীপুর এবং অপরজন টঙ্গীর আরিচপুরের বাসিন্দা।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তপন কান্তি সরকার বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আরিচপুরের করোনাভাইরাস ওই ব্যক্তি হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি হন। পরে বুধবার বেলা ১টার দিকে তিনি মারা যান।”

অপরদিকে বুধবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুরের সাবেক এক ব্যাংক কর্মকর্তা মারা যান বলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল আরেফিন জানান।

এর আগে ওই ব্যক্তি স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেলে আনা হয় বলে জানান তিনি।

ওই ব্যাংক কর্মকর্তার বড় ছেলে বলেন, তার বাবার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। পরে তার বাবা ও মায়ের করোনা সংক্রমণ ধরা পরে। পরে মঙ্গলবার দিবাগত রাতে শ্বাসকষ্ট শুরু হলে বুধবার বিকেলে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার গাজীপুরে আরও ১৯ জন কোভিড-১৯ রোগী মারা যান বলে সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।