কুষ্টিয়ায় মৃত্যুর পর বৃদ্ধের কোভিড-১৯ শনাক্ত

কুষ্টিয়ায় ১০১ বছরের এক বৃদ্ধের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মৃত্যুর পর।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2020, 04:04 AM
Updated : 11 June 2020, 05:37 AM

ওই ব্যক্তির বাড়ি জেলার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তিনি।

জেলার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, “১০১ বছর বয়সী ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার তার মৃত্যুর পর নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ আসে।”

এটাই করোনাভাইরাস সংক্রমণে জেলার প্রথম মৃত্যু।মৃত ব্যক্তির পরিবারের অন্য সদস্যদেরও নমুনাও সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানান সিভিল সার্জন।

এদিকে বুধবার রাত ৮টা পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ জনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ১৭৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হল বলে জানান সিভিল সার্জন।

আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৬৫ জন, ভেড়ামারায় ৩৩ জন, দৌলতপুরে ২৮, কুমারখালীতে ২৬, মিরপুরে ১৫ ও খোকসাতে ১২ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। আর বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৪০ জন।