করোনাভাইরাস: নেত্রকোণায় শনাক্ত ৩০০ জন

নেত্রকোণায় আরও দুই জনের করোনাভাইরাস শনাক্তের মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩০০।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 04:43 PM
Updated : 10 June 2020, 04:43 PM

এই ৩০০ জনের মধ্যে রয়েছেন জেলা জজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী, ব্যাংকারসহ নানা শ্রেণিপেশার মানুষ। এদের মধ্যে ১২৭ জন সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে প্রথম ৩০ দিনে আক্রান্ত হন ২৫ জন। পরের ১৫ দিনে ১৭১ জন আক্রান্তের পাশাপাশি মারা যান দুইজন। আর এরপরের ১৫ দিনে আক্রান্ত হন ৯৪ জন, মৃত্যু হয় তিন জনের।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় প্রথম শনাক্ত হন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন জ্যেষ্ঠ সেবিকা ও সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ৪৫ বছর বয়সের এক ব্যক্তি। আর সর্বশেষ শনাক্ত হলেন জেলার মোহনগঞ্জ উপজেলার পুটিগাও এবং মাইলোরা গ্রামের দুইজন বাসিন্দা। 

সিভিল সার্জন তাজুল ইসলাম বলেন, এ নাগাদ চার হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে চার হাজার ৩৫৬টি । ল্যাবে পরীক্ষার জন্যে ৪২৩টি নমুনা জমা আছে।