নওগাঁয় দুর্ঘটনার কবলে পঞ্চগড় এক্সপ্রেস

নওগাঁয় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও বালুবাহী একটি ট্রলির মধ্যে সংঘর্ষ হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 02:54 PM
Updated : 10 June 2020, 02:54 PM

বুধবার বিকাল সাড়ে ৫টায় নওগাঁর আহসানগঞ্জ স্টেশনে অতিক্রমের সময় স্টেশন বিল্ডিং এলাকায় এ সংঘর্ষে বালুবাহী ট্রলিটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেনটির ইঞ্জিনেও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আহসানগন্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী  পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি বুধবার বিকাল সাড়ে ৫টায় আহসানগঞ্জ স্টেশনে অতিক্রম করার সময় স্টেশন বিল্ডিং এলাকায় বালুবাহী ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায়।

ট্রেনের ভ্যাকম পাইপ ফেটে গেল ট্রেনটি দাঁড়িয়ে যায়। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ আছে। অপর দিকে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি ঘটে।

তিনি বলেন, ঈশ্বরদী থেকে আরেকটি ইঞ্জিন আসার পর রাত সোয়া ৮টার দিকে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।