পাহাড়ি নেতা সুধাসিন্ধু খীসা মারা গেছেন
খাগড়াছড়ি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2020 06:15 PM BdST Updated: 10 Jun 2020 06:15 PM BdST
অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাবেক অন্যতম শীর্ষনেতা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা মারা গেছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূরঞ্জন চাকমা জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টায় খাগড়াছড়ি শহরের কদমতলীর বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৭৭ বছর বয়সে মৃত্যুর আগে এই নেতা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রকাশনা সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, সুধাসিন্ধু ত্রিপুরা অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জাতীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
“২০১০ সালে এই সংগঠন থেকে তিনি বের হয়ে গঠন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)। এই সংগঠনে তিনি পরপর দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।”
২০২০ সালে সম্মেলনে নতুন কমিটি হলে বার্ধক্যজনিত কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে সুধাকর জানান।
সুধাসিন্ধু খীসা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে ১৯৭১ সালে স্নাতক এবং ১৯৭৩ সালে স্নতকোত্তর সম্পন্ন করেন।
বুধবার বিকালে নিজ জন্মভূমি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার খুলারামপাড়ায় পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
প্রবীণ এই নেতার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংপ্রু চৌধুরী ও সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন।
-
সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
-
পিরোজপুরে জমির বিরোধে ভাইয়ের চোখ তুলে নেওয়ার অভিযোগ
-
নড়াইলে শিক্ষককে জুতার মালা: আরেকজন গ্রেপ্তার
-
যশোর বিশ্ববিদ্যালয় প্রকৌশলীকে ‘মারধর’, শিক্ষকের বিরুদ্ধে মামলা
-
প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলির পরীক্ষামূলক কাজ শুরু
-
খুলনায় গুলিতে যুবক নিহত
-
দুর্নীতির কারণে প্রবৃদ্ধি ঠিকমত হচ্ছে না: দুদক কমিশনার
-
বরিশালের ’২৩টি মৃতপ্রায়’ খাল উদ্ধারের দাবি
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’