ময়মনসিংহে ‘জেএমবির’ তিন সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবির তিন সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 12:10 PM
Updated : 10 June 2020, 12:10 PM

বুধবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আগের রাতে ভালুকার নলুয়া কুড়ি গ্রামে এক টিনসেডে অভিযান চালিয়ে এ গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ‘উগ্রবাদী বই, বোমার সরঞ্জাম ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নলুয়া কুড়ি গ্রামের পরিত্যক্ত এক টিনসেড ঘরের ভেতরে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভালুকা থানায় দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।