করোনাভাইরাস: নীলফামারীর গ্রামে লাশ দাফনে বাধা

নীলফামারীতে করোনাভাইরাস আক্রান্ত এক নারীর মৃত্যুর পর গ্রামবাসী লাশ দাফন করতে দেয়নি।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 10:30 AM
Updated : 10 June 2020, 10:30 AM

পরে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দাফন করা হয় বলে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর জানিয়েছেন।

তিনি বলেন, ৩০ বছর বয়সী এই নারীর বাবার বাড়ি উপজেলার বগুলাগাড়ি গ্রামে। একই উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামে তার শ্বশুরবাড়ি। অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেলে বগুলাগাড়ি গ্রামের পথে এলাকাবাসী ফেরত পাঠায়। পরে তার স্বামী স্ত্রীর মরদেহ নিয়ে কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামে গেলে সেখানেও গ্রামবাসী দাফনে বাধা দেয়।

পরে ওই নারীর স্বজনরা চেয়ারম্যানকে ঘটনা জানালে তিনি পুলিশকে জানান।

চেয়ারম্যান বলেন, তিনি খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশে জানালে তারা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় জলঢাকা কবরস্থানে জানাজা শেষে দাফন করেন।

ওই নারীর স্বামী জানান, তার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরদিন লাশ দাফন করতে গিয়ে এই বিড়ম্বনায় পড়েন তারা।