লালমনিরহাটে কিশোরকে নির্যাতনের অভিযোগে শ্রমিকনেতা আটক

লালমনিরহাটে কিশোরকে ‘তেল চুরির অপবাদ দিয়ে’ নির্যাতনের অভিযোগে এক শ্রমিকনেতাকে আটক করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2020, 07:54 AM
Updated : 10 June 2020, 08:26 AM

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা হয়েছে। এর আগেই ওই শ্রমিকনেতাকে তারা আটক করেন।

আটক আশরাফ আলী লাল জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। মামলায় আশরাফ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৭ বছর বয়সী এই কিশোরকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরে মিশন মোড়ে নন্দন ডিজিটাল ল্যাবের সামনে তেল চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়।

কিশোরের বাড়ি সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা গ্রামে।

এ ঘটনার কিছু স্থিরচিত্র ও একটি ভিডিও ফেইসবুকে দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে, ওই কিশোরকে চড়-থাপড় মারার পাশাপাশি পা দিয়ে পিষে ধরে নির্যাতন করা হচ্ছে।

ওসি মাহফুজ  বলেন, মঙ্গলবার মধ্যরাতে আশরাফকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। বুধবার সকালে কিশোর নির্যাতনের ঘটনায় আশরাফসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।