গাজীপুরে মৃত্যুর ৫ দিন পর কোভিড-১৯ শনাক্ত

গাজীপুরে মৃত্যুর পাঁচ দিন পর এক বৃদ্ধের করোনাভাইরাস সংক্রমণের খবর এসেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 05:56 PM
Updated : 9 June 2020, 05:56 PM

প্রয়াত ব্যক্তির (৭৯) বাড়ি কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া গ্রামে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় গত ৩ জুন উপজেলা হাসপাতালে আনা হয়েছিল। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

“মঙ্গলবার রিপোর্ট আসলে জানা যায় তার কোভিড-১৯ পজেটিভ ছিলেন।”

স্থানীয় এক বাসিন্দা জানান. গত ৩ জুন ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। ওই দিন রাতেই তার লাশ স্বাভাবিক নিয়মে তুমুলিয়া (মিশন) গির্জার কবরস্থানের সমাহিত করা হয়।

তার সংস্পর্শে ও দাফনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

মঙ্গলবার থেকে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।