নাটোরে ‘বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা’

নাটোরের সিংড়া উপজেলায় স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 08:03 AM
Updated : 9 June 2020, 08:03 AM

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সোমবার রাতে পুটিমারি গ্রামে তারা মারা যান।

তারা হলেন ওই গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জ্বল হোসেন (২৮) উজ্জ্বলের প্রথম স্ত্রী জলি খাতুন (২৪)।

ওসি নূর-এ-আলম প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, উজ্জ্বলের প্রথম স্ত্রী জলি নিঃসন্তান। তার অনুমতি না নিয়ে উজ্জ্বল সম্প্রতি লিপি খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তিনজনের মধ্যে দ্বন্দ্বফ্যাসাদ চলছিল। সোমবারও তাদের ঝগড়া হয়।

“রাত ৯টার দিকে উজ্জ্বল ও প্রথম স্ত্রী জলি বিষপান করেন। টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তারা মারা যান।”

এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে জানান ওসি নূর-এ-আলম।