নওগাঁয় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

নওগাঁর পোরশা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি একটি ডাকাতদলের প্রধান বলে পুলিশের ভাষ্য।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 07:29 AM
Updated : 9 June 2020, 07:29 AM

নিহত দেলোয়ার হোসেন দুখু (৪২) উপজেলার অনাথপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। উপজেলার নিতপুরে একটি বাড়িতে থাকতেন তিনি।

উপজেলার বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় বুধবার ভোরে এই গোলাগুলি হয় বলে পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন খবর পেয়ে দেলোয়ারকে সোমবার রাতে নিতপুর যমুনা ভগতের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের ধরতে যায় পুলিশ।

“তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিয়ে করলে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার।”

 এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ১০০ ইয়াবা উদ্ধার করেছে।

ওসি বলেন, দেলোয়ার স্থানীয় একটি ডাকাতদলের প্রধান। একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে।