নরসিংদীতে করোনাভাইরাসে আরও দুই মৃত্যু

নরসিংদীতে করোনাভাইরারাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে, উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2020, 01:48 PM
Updated : 8 June 2020, 01:48 PM

উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় নরসিংদীতে ৪ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া এ তথ্য জানান।

তিনি বলেন, নরসিংদী বাজারের ব্যবসায়ী শংকর সাহার স্ত্রী কাজল রানী সাহা (৫৭) এবং শহরের হেমেন্দ্র সাহা মোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নাজমুল কবির (৫৫) করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সড়র হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

“তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়। পরে ফলাফল এলে দেখা যায়, তাদের করোনাভাইরাস পজিটিভ ছিল।” 

এছাড়া সদর উপজেলার বানিয়াছল মহল্লার সন্ধ্যা রানী দাস (৫০) এবং মাধবদীর আজিজুল বেগম (৪৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন জানিয়ে শাহ আলম বলেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখন ফলাফল আসেনি।