কাপ্তাইয়ে এক পাহাড়িকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ব্যক্তিকে গুলিতে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2020, 11:03 AM
Updated : 8 June 2020, 11:03 AM

সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের ভাইজ্যাতলি পাগলি মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পদ্ম কুমার চাকমা (৫০) রাঙামাটি শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকার বসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ওই ব্যক্তি সকাল ৯টার দিকে পাগলি মধ্যমপাড়ার নতুন চন্দ্র তনচংগ্যার চা দোকানে বসেছিল। সেই সময় তিন জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে প্রথমে তাকে দোকানের বারান্দায় গুলি করে। গুলি খেয়ে তিনি দোকানের ভিতরে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে অস্ত্রধারীরা দোকানের পেছনে দরজা লাথি মেরে ঢুকে তাকে আবার গুলি করলে ঘটনাস্থলে তার মত্যু হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, “কে বা কারা এই ব্যক্তিকে কী কারণে হত্যা করেছে আমরা বুঝতে পারছি না। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যে এটা আঞ্চলিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে।”

দোকানি নতুন চন্দ্র তনচংগ্যা বলেন, “লোকটি মাঝে মাঝে আমার দোকানে এসে বসতেন। আজ সকাল ৯টায় তিনি দোকানের বাইরে বারান্দায় বসে কলা খাচ্ছিলেন। সেই সময় তিনজন অস্ত্রধারী এসে তাকে গুলি করে হত্যা করে; পরে পাহাড়ের দিকে চলে যায়।”

ঘটনার পর সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী এবং মেয়ে এসে লাশ শনাক্ত করেন।

নিহতের স্ত্রী রূপা চাকমা বলেন, তার স্বামী এক সময় আঞ্চলিক দল ‘জেএসএস কর্মী’ ছিলেন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি।