হাসানাত আব্দুল্লাহর স্ত্রী মহিলা আ. লীগ নেত্রী শাহান আরার মৃত্যু

বরিশাল-১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহান আরা মারা গেছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2020, 04:25 AM
Updated : 8 June 2020, 05:17 AM

রোববার রাত ১১টার দিকে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর জানিয়েছেন।

তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাহান আরা। তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান জাহাঙ্গীর।

শাহান আরা স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শাহান আরা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাতে মিন্টো রোডের বাড়িতে হত্যাযজ্ঞের সাক্ষী। ওই রাতে তার সামনে গুলিতে নিহত হয় তার শিশুসন্তান সুকান্ত বাবু, শ্বশুর তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ অনেকে। সে সময় শাহান আরা নিজেও গুলিবিদ্ধ হন।