দিনাজপুরে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যু

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এক কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 06:29 PM
Updated : 7 June 2020, 06:29 PM

রোববার বিকালে সাড়ে ৫টায় হাসপাতালের আইসোলশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রয়াত ব্যক্তি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকৃড়ি গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বলেন, ৩১ মে এই করোনাভাইরাসে আক্রান্তকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং করোনা ওয়ার্ডের আইসোলেশনে রাখা হয়।

এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল চার জনে। এর আগে সদর উপজেলায় এক ইটভাটা শ্রমিক, চিরিরবন্দর উপজেলায় এক নারী গার্মেন্টস শ্রমিক এবং বোচাগঞ্জ উপজেলায় এক জুতা ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তবে তাদের নমুনা মৃত্যুর পর সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল।

এদিকে দিনাজপুরে রোববার এক সাংবাদিকসহ নতুন নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ৯ জনের মধ্যে বিরামপুর উপজেলায় এক সাংবাদিকসহ চার জন, দিনাজপুর সদর উপজেলায় ৪ জন এবং বিরল উপজেলায় একজন। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।