পটুয়াখালীর সড়কে নারী নিহত, আহত স্বামী-সন্তান

পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী-সন্তান।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2020, 05:09 AM
Updated : 7 June 2020, 05:09 AM

সদর থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের চৌরাস্তায় বরিশাল-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনা বেগম (৩০) বরগুনার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আমীর হোসেন গাজীর স্ত্রী।

আহত আমীর ও আট মাসের আব্দুর রহমানকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ডাক্তার দেখানোর জন্য বরগুনার বাড়ি থেকে নিজের মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে পটুয়াখালী আসছিলেন আমীর। পটুয়াখালী শহরে ঢোকার সময় চৌরাস্তা এলাকায় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে রুনা ঘটনাস্থলেই নিহত হন।

এসআই বলেন, এ দুর্ঘটনায় আমীর ও ছেলে রহমান আহত হলে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক-সহকারীকে ধরতে পারেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পাঠানো হয়েছে বলে জানান এসআই ইব্রাহিম।