নরসিংদীতে চুরি যাওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে বেলাব থেকে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 03:59 PM
Updated : 6 June 2020, 03:59 PM

মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, এ ঘটনায় শুক্রবার গভীর রাতে মনিরুজ্জামান রাজিব নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে আগেও গাড়ি চুরির মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবুল হাসান মোল্লা নামের এক ব্যবসায়ী তার সাদা রঙের টয়োটা করোলা গাড়ি শেখেরচর বাসস্ট্যান্ডে রেখে কাছেই জরুরি কাজে যান।

ফিরে এসে জায়গামত গাড়ি না দেখে তিনি পুলিশের জরুরি সেবার হটলাইন ৯৯৯ এ ফোন করেন। সেখান থেকে তাকে মাধবদী থানায় যোগাযোগ করতে বলা হয়।

পরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার গাড়ির নম্বরসহ সকল তথ্য পুরো জেলায় জানিয়ে থানাগুলোকে নির্দেশনা দেন।

পরে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়ৈচা বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ গাড়িটি উদ্ধার করে এবং মনিরুজ্জামান রাজিবকে গ্রেপ্তার করে বলে মাধবদীর ওসি আবু তাহের জানান।

গ্রেপ্তার রাজিব হাবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হুরারকুল গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।

ওসি আবু তাহের বলেন, “সে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”