কুষ্টিয়ার ডিসি করোনাভাইরাস আক্রান্ত

কুষ্টিয়ার ডিসি আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 03:55 PM
Updated : 6 June 2020, 07:52 PM

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শনিবার বিকালে ডিসি আসলাম হোসেনের নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস পজিটিভ আসে।

সর্দি-জ্বরের মত উপসর্গ থাকায় গত শুক্রবার সন্ধ্যায় আসলাম হোসেনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত বলেন, “তবে তিনি সুস্থ আছেন।

“হোমকোয়ারেন্টিনে রয়েছেন তিনি।”

আহমেদ সাদাত আরো জানান, এই ডিসি করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে ছিলেন। গত শুক্রবারও করোনাভাইরাস আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহ করেন তিনি।

যারা ডিসির পাশে কাজে ছিলেন তাদেরও রোববার নমুনা পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, “তার আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।”

সিভিল সার্জন জানান, শনিবার কুষ্টিয়ার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে সাত জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

এ পর্যন্ত জেলায় মোট ১১১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দৌলতপুরে ২৩, ভেড়ামারায় ১৯, মিরপুরে ১২, কুষ্টিয়া সদরে ৩২, কুমারখালীতে ১৮ এবং খোকসায় ৭ জন। এদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩১ জন।