গাজীপুরে ট্রেনের সঙ্গে ধাক্কায় একজনের মৃত্যু

গাজীপুরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 03:42 PM
Updated : 6 June 2020, 06:31 PM

শনিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশনের পাশে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশের এএসআই মাইন উদ্দিন জানান।

নিহত মাইনুল ইসলাম (৫৩) পূর্ব বিলাসপুর এলাকার বিশ্ব প্রামাণিকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
 
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মাইন উদ্দিন বলেন, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস সন্ধ্যা পৌনে ৭টার দিকে জয়দেবপুর রেলজংশন সংলগ্ন রেলক্রসিংয়ে পৌঁছায়। মাইনুল তখন ক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মাইনুলের লাশ হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে আরো এক যুবক (৩৩) মারা গেছেন।

মৃত্যুকালে ছাই রংয়ের জ্যাকেট পরিহিত এই যুবকের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, শনিবার দুপুরে মৌচাকে ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত এ যুবক মারা যান।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেন তিনি।