বজ্রপাত: মৌলভীবাজার ও হবিগঞ্জে ৪ জনের মৃত্যু

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পৃথক বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিমৌলভীবাজার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 02:24 PM
Updated : 6 June 2020, 02:24 PM

শনিবার এ দুই জেলার বিভিন্ন জায়গায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজারের আব্দুল মতিন, রুবেল মিয়া ও আব্দুল লতিফ এবং হবিগঞ্জের শাহজাহান মিয়া।

বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক জানান, শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুরের গল্লাসাঙ্গনে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল মতিন নামের এক কৃষক মারা যান। একই উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবনে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল মিয়া নামের আরেক জনের মৃত্যু হয়।

এছাড়াও বিকালে জেলার কমলগঞ্জে বজ্রপাতে আব্দুল লতিফ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।

শনিবার বেলা আড়াইটায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রয়াত ছাত্র উপজেলার গুলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে ।

অন্যদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাটে শাহজাহান  মিয়া (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ জানান, দুপুরে কৃষি কাজের জন্য বের হলে বজ্রপাতে কৃষক শাহজাহান মিয়া মারা যান।

এ খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।