নবজাতককে ফেলে গেল রাস্তার পাশে

নওগাঁয় রাস্তার পাশে ফেলে যাওয়া এক নবজাতকের দেখাশোনার ব্যবস্থা করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 01:35 PM
Updated : 6 June 2020, 01:35 PM

বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর- জামালগঞ্জ রাস্তার চাঁপাডাল পাইকরতলী থেকে গত শুক্রবার নবজাতকটিকে উদ্ধার করা হয়।

পাহাড়পুর ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে রাস্তার ধারে একটি শিশুর কান্না শুনতে পান পথচারী সাবানা এবং ঝরনা। কান্নার শব্দ শুনে কাছে গিয়ে দেখেন ব্যাগের ভেতরে একটি শিশু। ওই স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন তারা।

“শিশুটির বয়স ৩/৪ দিনের মত হবে ধারণা করা হচ্ছে।”

পাহাড়পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, শিশুটিকে নিয়ে ফাঁড়িতে আসার পর নওগাঁ জেলার পুলিশ সুপারকে বিষয়টি জানান তিনি।

“পুলিশ সুপারের নিদের্শে নবজাতককে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করা হয়।  কর্তব্যরত ডাক্তার সুস্থতার ছাড়পত্র দিলে রাত ১২টার দিকে শিশুটিকে পাহাড়পুর ফাঁড়ির পাশের বাসিন্দা রাবেয়া আক্তার রিপার জিম্মায় দেওয়া হয়েছে।”

এ নবজাতকের দুধমাতার দায়িত্ব পালনকারী রাবেয়ার স্বামী মুনিরুজ্জামান মুন্না বলেন, বাচ্চাটা আপাতত আমার জিম্মায় আছে, আমার স্ত্রী বাচ্চাটিকে সন্তানের মত দেখাশোনা করছে।

“আইনি প্রক্রিয়ায় আমরা বাচ্চাটাকে নিতে চাই। যদি বাচ্চাটাকে আমাদের দেওয়া হয় তাহলে আমরা সন্তানের মত মানুষ করব “