ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বহু বাড়ি বিধ্বস্ত

ব্রাহ্মণাবড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় টর্নেডোয় কয়েকটি গ্রামের অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 07:45 AM
Updated : 6 June 2020, 07:45 AM

শনিবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে হঠাৎ এই টর্নেডো দেখা দেয়। ঝড়ে অনেক ঘরের চাল উড়ে গেছে, গাছপালা ভেঙে গেছে। নদীতে থাকা কয়েকটি নৌকাও ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের পর দুই উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন।

সরাইল উপজেলার ইউএনও আবু সালেহ মো. মুসা বলেন, টর্নেডোর আঘাতে নোয়াগাঁও ইউনিয়নের কুচনিবুড্ডা গ্রামের ১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য গ্রাম ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাসিরনগর উপজেলার ইউএনও নাজমা আশরাফিও ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছেন।

ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভভ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।