কোভিড-১৯: গাজীপুরে এক প্রধান শিক্ষকের মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক শফিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 06:07 PM
Updated : 5 June 2020, 06:07 PM

শুক্রবার রাতে স্বাস্থ্যবিধি মেনে তাকে গাজীপুর নগরের চান্দনায় তাকে দাফন করা হয়েছে।

গাজীপুর মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে জ্বর এবং বুক ও মাথায় তীব্র ব্যথার কারণে ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর পর তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে জানান তিনি।

২০১০ সালে শফিউদ্দিন স্থানীয় নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসরে যান। এরপর গাজীপুর মেট্রোপলিটন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।