করোনাভাইরাস: মুন্সীগঞ্জে আক্রান্ত আরও ৫৬, সুস্থ জেলা প্রশাসক

মুন্সীগঞ্জে আরও ৫৬ জনসহ জেলায় মোট নয় শতাধিক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 05:26 PM
Updated : 5 June 2020, 05:36 PM

এদিকে আক্রান্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সুস্থ হয়েছেন বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।

শুক্রবার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, নতুন করে আরও ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় আটজন, সিরাজদিখানে ১৫ জন, টঙ্গীবাড়িতে নয়জন, গজারিয়ায় নয়জন, শ্রীনগরে ১১ জন এবং লৌহজং উপজেলায় চারজন।

তিনি জানান, এই নিয়ে জেলায় ৯০৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হলো। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ৪১৯ জন, টঙ্গীবাড়িতে ৬১ জন, সিরাজদিখানে ১৩৫ জন, লৌহজংয়ে ১০০ জন, শ্রীনগরে ৯৫ জন এবং গজারিয়ায় ৯৯ জন।

জেলা প্রশাসক মনিরুজ্জামান করোনাভাইরাস মুক্ত

সিভিল সার্জন আরও জানান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার করোনাভাইরাস মুক্ত হয়েছেন। শুক্রবার সর্বশেষ ফলো আপ রিপোর্টে তার করোনাভাইরাস নেগেটিভ এসেছে। এর আগেও তার আরেকটি ফালো আপ পরীক্ষায় নেগেটিভ আসে।

“পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তিনি এখন করোনা জয়ী।”

গত ১৭ মে জেলার এই প্রধান প্রশাসনিক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়্। এরপর থেকে তিনি কালেক্টরেট সংলগ্ন সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে সুস্থ হওয়ার খবর শুনে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জেলাবাসী তথা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।