পটুয়াখালীতে দুদিনে জ্বর-শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুই দিনে পটুয়াখালীতে তিন জন মারা গেছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 03:42 PM
Updated : 5 June 2020, 03:42 PM
শুক্রবার পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও বৃহস্পতিবার মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মৃত ব্যক্তিদের একজন হলেন জেলা শহরের ৭০ বছর বয়সী এক হোমিওপ্যাথিক চিকিৎসক। অপর দুজন হলেন ৫০ বছর ও ৪৮ বছর বয়সী।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি দুইজন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, এদের একজন সকালে উপসর্গ নিয়ে মারা গেছেন। অপরজন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

মির্জাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা জানান, কাকড়াবুনিয়া ইউনিয়নের কিছমতপুর গ্রামের এক ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।