শেরপুরে ভাষাসৈনিক আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় সংগ্রাম পরিষদের শেরপুর অঞ্চলের সদস্য ভাষাসৈনিক আব্দুর রশীদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 03:29 PM
Updated : 5 June 2020, 03:29 PM

পরিবারের পক্ষ থেকে সামাজিক দূরত মেনে সকালে চাপাতলী পৌর কবরাস্থানে কবরে ফুলের পাপাড়ি ছড়ানো এবং কবর জিয়ারত করা হয়। এছাড়া শেরপুর শহরের তেরাবাজার মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেইসঙ্গে প্রয়াত এই ভাষা সৈনিকের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়াও করা হয়।

আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লায় এক সাধারণ কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। শেরপুরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে ছাত্রাবস্থায় তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন,৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় কারারুদ্ধ হন।

১৯৭৫ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে এর প্রতিবাদ করায় তৎকালীন সরকার তাকে ময়মনসিংহ জেলা কারাগারে নয় মাস কারারুদ্ধ করে রাখেন।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

তিনি ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২০১৪ সালের ৫ জুন  শেরপুর শহরের গৃদানারায়ণপুরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।