বগুড়ার প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক আর নেই

বগুড়ার প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার মারা গেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 03:22 PM
Updated : 5 June 2020, 03:22 PM

বগুড়া প্রেস ক্লাবের সাবেক এ সভাপতিকে শহরের ভাই পাগলা কবরস্থানে বৃহস্পতিবার রাত ২টায় দাফন করা হয়।

দৈনিক উত্তরকোণের বার্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম জানান, অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার বৃহস্পপ্রতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

কর্মজীবনে সরকারি শাহসুলতান কলেজের শিক্ষকতা করেন।  বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ, দৈনিক করতোয়া, দৈনিক উত্তরাঞ্চল কর্মরত ছিলেন। দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন। বর্তমানে দৈনিক উত্তরকোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ছিলেন। রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, এফপিএবি কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বগুড়ার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সমাজের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি সাবেক সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের বড় ছেলে। সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. তাজমিরী সুলতানার বড় ভাই তিনি।