হবিগঞ্জে ভারতীয় সেই যুবকের লাশ হস্তান্তর

খোয়াই নদীতে ভেসে আসা সেই যুবকের লাশ ভারতীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 01:11 PM
Updated : 5 June 2020, 01:56 PM

শুক্রবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোটে এ লাশ হস্তান্তর করা হয়।

নিহত টিটন শীল জন্টু ভারতের খোয়াই জেলা সদরের পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা।

গত ২৯ মে  ভারতের খোয়াই জেলা সদরের পশ্চিম সোনাতলা গ্রামের যুবক টিটন শীল জন্টু

খোয়াই নদীর পানিতে ভেসে যায়। ২ জুন বিকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা বেওয়ারিশ হিসেবে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান লাশ দাফন করে।

নদী থেকে লাশ উদ্ধারের সময় পকেটে একটি ১০ রুপির নোট, তিনটি চাবির রিং ও একটি আংটি পাওয়া যায়। এরপর বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ লাশ ভারতীয় যুবক জন্টুর বলে শনাক্ত হয়।

লাশ হস্তান্তরের আগে শুক্রবার দুপুরে রাজনগর কবরস্থান থেকে প্রশাসনের নির্বাহী আদেশে লাশটি তোলা হয়।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দিন, বাল্লা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সেলিম আহমেদ।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ত্রিপুরার সিংগিছড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার আত্রেবা শর্মার ও ভারতীয় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।