ফরিদপুরে পদ্মায় নৌকা ডুবে ৫ শ্রমিক নিখোঁজ

ফরিদপুরে ‘স্রোত ও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে’ পদ্মায় নৌকা ডুবে পাঁচ কৃষিশ্রমিক নিখোঁজ হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 07:50 AM
Updated : 5 June 2020, 07:50 AM

শুক্রবার সকাল ৮টার দিকে সদরপুর উপজেলার চরনাছিরপুরে পদ্মায় তারা নিখোঁজ হন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানিয়েছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন সদরপুর উপজেলার শহীদ মিয়া (১৬), রুবেল হোসেন (২৭), চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), ও আব্দুর রাজ্জাক (৪০)।

ইউএনও বলেন, “সকালে নওয়াব মোল্লার ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে চরনাছিরপুরে বাদাম তুলতে যাচ্ছিলেন এই পাঁচ কৃষিশ্রমিক। হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোট  নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার চালক সাঁতরে তীরে আসতে পারলেও যাত্রীরা আসতে পারেননি।”

নৌকার চালক সাবিক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই নদীতে প্রচুর বাতাস শুরু হয়। একদিকে স্রোত অন্যদিকে বাতাস প্রচণ্ড হওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি।”

ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছেন ইউএনও পূরবী গোলদার।