মৌলভীবাজারে ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজরের শ্রীমঙ্গল উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 07:17 AM
Updated : 5 June 2020, 07:17 AM

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের এএসপি আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জামসী গ্রামের জাবেদ উল্লার স্ত্রী জায়েদা বেগম (৫৫) ও তার বিবাহিত মেয়ে ইয়াছমিন (২৮)।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহর বর্ধন পরিবারের বরাতে জানান, বৃহস্পতিবার রাতে  খাওয়াদাওয়ার পর মা-মেয়ে শুয়ে পড়েন। সকাল ৮টার দিকে তাদের সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। দরজা না খোলায় তারা ইউনিয়ন পরিষদের একজন সদস্যকে ফোন করেন।

“খবর পেয়ে আমি গিয়ে কৌশলে দরজা খুলে দুইজনকে মৃত দেখতে পাই। তাদের শরীরে রক্ত ও ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে।”

পরে তিনি শ্রীমঙ্গল থানার পুলিশকে খরব দেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, রাতের কোনো একসময় পেছনের হালকা টিনের দরজা খুলে খুনি ভেতরে ঢুকে তাদের হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

তবে খুনি সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি ছালেক।

এ ব্যাপারে নিহত জাবেদা বেগমের ছেলে ওয়াহিদ মিয়া বলেন, তিনি পরিবার নিয়ে আলাদা বাড়িতে থাকেন। এই বাড়িতে শুধু তার মা ও বোন থাকেন। বোনের দুই সন্তান উপজেলার বেলতলী গ্রামে তাদের বাবা আছকর মিয়ার কাছে থাকে।

পারিবারিক কলহের জেরে তার বোন ইয়াছমিন কিছুদিন ধরে মায়ের সঙ্গে থাকছেন বলে তিনি জানান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের এই ঘটনার পর তিনি তার ভগ্নিপতি আছকরকে ফোন করে জানালেও বেলা সাড়ে ১২টা পর্যন্ত তিনি ঘটনাস্থলে আসেননি।

তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে সম্পর্কে কিছু বলতে পারেননি ওয়াহিদ মিয়া।