লিবিয়ায় হত্যা: কিশোরগঞ্জে ২ আসামির জবানবন্দি

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের হাতে কিশোরগঞ্জে ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2020, 05:22 AM
Updated : 5 June 2020, 05:22 AM

জেলা সিআইডির এসআই কামরুল হাসান জানান, বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রফিকুল বারী এই জবানবন্দি নেন।

জবানবন্দি দেওয়া আসামিরা হলেন মো. হেলাল মিয়া ওরফে হেলু ও মো. খবির উদ্দিন।

গত ২৮ মে লিবীয় এক মানবপাচারকারীর স্বজনদের হাতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসী খুন হন।

এ ঘটনায় কিশোরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ঢাকায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

এসআই কামরুল বলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ছয়জন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত মোট চারজন গ্রেপ্তার হয়েছে।