হবিগঞ্জে বজ্রপাতে শিশু-কিশোর নিহত

হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পৃথক স্থানে দুই শিশু-কিশোর নিহত হয়েছে; এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 10:40 AM
Updated : 4 June 2020, 10:40 AM

বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াঐ ও জারিয়া বিলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওড়কাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নরছ উদ্দিন (১৭)।

বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ওড়কাইদ তার বড় ভাই জুনাইদসহ আরও দুইজনের সঙ্গে সকালে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়েছিল। ১০ টার দিকে বজ্রপাত হলে ওড়কাইদ ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় জুনাইদ ও তার বন্ধু উসমান আহত হলে তাদের বাহুবল হাসাপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলেন, এদিকে একই সময় জারিয়া বিলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় নরছ উদ্দিন। সে-ও বিলে মাছ ধরতে গিয়েছিল।