দুই মাস পর সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

করোনাভাইরাস মহামারীতে দুই মাস ১০ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 09:25 AM
Updated : 4 June 2020, 09:25 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভারত থেকে পণ্য নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করে বলে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পামানা পোর্ট লিংকের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সরকার প্রায় সবকিছু বন্ধ ঘোষণা করে সবাইকে ঘরে থাকতে বলে। সে সময় এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

মাইনুল বলেন, দুই দেশের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা চিঠি আদান-প্রদানের পর বৃহস্পতিবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়। প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন পণ্য এসেছে বাংলাদেশে।

তবে পুরোদমে আমদানি শুরু হতে কয়েক দিন সময় লাগবে বলে তিনি জানান।