কোভিড-১৯: কেরাণীগঞ্জে শনাক্ত রোগী ৫০০ ছাড়াল

ঢাকার কেরাণীগঞ্জে আরও ১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ উপজেলায় শনাক্ত রোগীর সংখ্য ৫০০ ছাড়িয়ে গেল।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2020, 05:46 AM
Updated : 4 June 2020, 05:46 AM

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, বুধবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের হাতে যেসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে তার মধ্যে ১৬ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’।

তিনি জানান, এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১৩ জন হল। তাদের মধ্যে ১৫ জন মারা গেছেন, সুস্থ হয়ে উঠেছেন ৯৩ জন।

মোবারক হোসেন বলেন, এ উপজেলায় নতুন আক্রান্তদের বয়স ১৫ থেকে ৫৮ বছরের মধ্যে। তাদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ কর্তৃপক্ষ নিচ্ছে।

নবাবগঞ্জে আরও ৬ রোগী শনাক্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ছয়জনের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫৮ জন হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান।

তিনি বলেন, বুধবার নমুনা পরীক্ষার যেসব রিপোর্ট তারা পেয়েছেন, তার মধ্যে আরও ৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। তাদের সবাই পুরুষ, বয়স ২৫ থেকে ৭০ বছরের মধ্যে।

নতুন আক্রান্তরা উপজেলার নয়নশ্রী, বান্দুরা, কলাকোপা, চুড়াইন ও কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।

ডা. অনুপ জানান, তার উপজেলায় এ পর্যন্ত শনাক্ত ১৫৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন; মারা গেছেন ২জন।

দোহারে আরও ১৩ রোগী শনাক্ত

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও ১৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বুধবার রাতে ওই ১৩ জনের রিপোর্ট তাদের হাতে এসেছে। এ নিয়ে উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০৪ জন হল।

নতুন আক্রান্তরা উপজেলার দক্ষিণ শিমুলিয়া, মুকছুদপুর, ঝনকি ও জয়পাড়া এলাকার বাসিন্দা।

জসিম উদ্দিন জানান, দোহারে এ পর্যন্ত শনাক্ত ১০৪ জনের মধ্যে ৩২ জন সুস্থ হয়ে উঠেছেন; মারা গেছেন দুইজন।