করোনাভাইরাস: গাজীপুরে শনাক্ত আরও ৮৮

গাজীপুরে আরও ৮৮ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো এক হাজার ৪৩০।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 04:15 PM
Updated : 3 June 2020, 04:15 PM

বুধবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে।

সিভিল সার্জন কাযালায় জানায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন গাজীপুর সদরে ৫৩ জন, কালিয়াকৈর ২৫ জন, কালীগঞ্জে ৭ জন ও কাপাসিয়ায় ৩ জন।

আরও জানানো হয়, মোট আক্রান্তের মাধ্যে রয়েছেন কালিয়াকৈর উপজেলায় ১৫৬ জন, কালীগঞ্জে ১৫১ জন, কাপাসিয়ায় ১০০ জন, শ্রীপুরে ৯৩ জন এবং গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ৯৩০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত নয়জন মারা গেছেন এবং ২৮৫ জন সূস্থ হয়েছেন বলেও সিভিল সার্জন অফিস জানায়।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৪৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আর জেলায় এ পর্যন্ত ১১ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে এক হাজার ৪৩০ জনের।