নেত্রকোণায় বিভিন্ন অপরাধে ৩২ জনকে তিন লাখ টাকা দণ্ড

নেত্রকোণায় গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় না রাখা, বাসভাড়া বেশি নেওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে তিন লাখ টাকা দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 10:38 AM
Updated : 3 June 2020, 10:38 AM
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট আব্দুল কাইয়ুম জানান, জেলা শহরসহ  উপজেলাগুলোর বিভিন্ন এলাকায় নির্বাহী হাকিমদের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দিয়েছে।

কাইয়ুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সবাই তা মানছেন না। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে ৩২ জনকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে জেলাজুড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।