করোনাভাইরাস: চাঁদপুরে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে আরও চারজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 06:51 AM
Updated : 3 June 2020, 06:51 AM

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলায় তারা মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা রুবেল বলেন, মঙ্গলবার রাতে ৭০ বছর বয়সী এক ব্যক্তি এবং বুধবার সকালে ৩৪ বছর বয়সী এক নারী তাদের হাসপাতালে ভর্তির পরপরই মারা গেছেন।

“দুইজনেরই করোনাভাইরাসের উপসর্গ ছিল।”

তাদের বাড়ি সদর উপজেলার কল্যান্দী এলাকায়। মৃত্যুর পর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

এছাড়া মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জেলার সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন।

তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা হাটিলা ইউনিয়নের বালিয়া এলাকার ৮০ বছর বয়সী এক ব্যক্তি ও হাজীগঞ্জ বাজার এলাকার ৫৭ এক ব্যক্তি তাদের বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুর পর পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগেও চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অনেকে মারা গেছেন, যার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এসেছে। সর্বশেষ চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় বলে খবর প্রকাশিত হয়েছে।