সাদ এরশাদের ওপর হামলা চেষ্টার অভিযোগে জাপা নেতা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে জাতীয় সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদের ওপর হামলার চেষ্টার অভিযোগে জাতীয় পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 05:15 PM
Updated : 2 June 2020, 06:07 PM

মঙ্গলবার হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরে বাসভবন পল্লী নিবাসে এ হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

রাহগীর আল মাহী সাদ রংপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। যিনি সাদ এরশাদ নামে পরিচিত।

এ ঘটনায় গ্রেপ্তার টিপু সুলতান নগরের ২৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রোকনুজ্জামান জানান, এমপির ওপর হামলাকারীকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে। 

“এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

সাদ এরশাদের ব্যক্তিগত এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনের লনে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন সাদ এরশাদ। এ সময় অতর্কিতে উপস্থিত হয়ে সাদ এরশাদকে উদ্দেশ্য করে গালাগাল করতে করতে তার ওপর হামলা করতে উদ্দত হন ২৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান।

“উপস্থিত নেতাকর্মী ও ভবনের স্টাফরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।”

ঘটনার সময় সাদের স্ত্রী মাহিমা এরশাদও সেখানে ছিলেন। তবে তারা দু'জনই অক্ষত থাকলেও রাত সাড়ে ৮টার দিকে আরেক দফা হামলা করে কিছু নেতাকর্মী বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মী জানান, একটি ভুয়া প্রকল্পে ডিও লেটারে স্বাক্ষর না করার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা।

এ বিষয়ে এমিপর সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।