অতিরিক্ত যাত্রী বহন, শিমুলিয়ায় ৯ লঞ্চকে জরিমানা

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় অতিরিক্ত যাত্রী বহনের দায়ে নয় লঞ্চকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 01:38 PM
Updated : 2 June 2020, 01:38 PM

মাওয়া নৌপুলিশের পরিদর্শক সিরাজুল কবির জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ অভিযান চালায় শিমুলিয়ায়। শিমুলিয়া ঘাট থেকে স্বস্থ্যবিধি মেনে কম যাত্রী নিয়ে লঞ্চসহ সব নৌযান ছেড়ে যাচ্ছে। কিন্তু কাঁঠালবাড়ি ঘাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেখান থেকে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া আসছে।

পরিদর্শক বলেন, পুলিশ অতিরিক্ত যাত্রী বহনকারী নয়টি লঞ্চকে আটক করে। এ সময় লৌহজংয়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে তাদের জরিমানা করেন।

“ছয় লঞ্চকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার আর তিন লঞ্চকে ছয় হাজার করে মোট ১৮ হাজার জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।”

সবাই তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছেন বলে জানান পরিদর্শক সিরাজুল কবির।