কোভিড-১৯: নোয়াখালীতে একদিনে তিনজনের মৃত্যু

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭ জন কোভিড-১৯ রোগী মারা গেলেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 10:53 AM
Updated : 2 June 2020, 10:53 AM

জেলার সিভিল সার্জন মো. মোমিনুর রহমান জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত এই তিনজনের মধ্যে দুইজনের প্রতিবেদন আসে মৃত্যুর পর। প্রতিবেদনের তাদের কোভিড-১৯ ধরা পড়েছে। তাদের বাড়ি জেলার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায়। অন্যজনের মৃত্যুর আগেই কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। এই নিয়ে এ জেলায় মোট ১৭ জন কোভিড-১৯ রোগী মারা গেলেন।

সিভিল সার্জন বলেন, এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৬৯ জনের কোভিড-১৯ শনাক্ত হল। তাদের মধ্যে ৩৯ জন মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়েছেন ৮৭ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।