কোভিড-১৯: কাপ্তাইয়ে ৭ জন শনাক্ত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 10:51 AM
Updated : 2 June 2020, 10:51 AM

সোমবার চট্টগ্রামের দুই করোনাভাইরাস পরীক্ষাকেন্দ্র থেকে আসা রিপোর্টে সাতজনের পজিটিভ পাওয়ার তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জনে দাঁড়াল।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ কথা জানান।

তিনি বলেন, সোমবার রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) থেকে মোট ৪৫ জনের রিপোর্ট এসেছে; এর মধ্যে ৭ জনের পজিটিভ পাওয়া গেছে।

একই সময় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে আসা ১৪ জনের রিপোর্টে সবগুলোই নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

মোস্তফা বলেন, নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে তিনজন পুরুষ এবং ৪ জন নারী; সবার বয়স ৪০ এর কম। এদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশু ও ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

গত ৬ মে রাঙামাটিতে প্রথম ৪ জনের করোনা শনাক্ত হওয়ার পর পুরো মে মাসে ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।