কোভিড-১৯: সিরাজগঞ্জে একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 07:36 AM
Updated : 2 June 2020, 07:36 AM

৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার তামাই গ্রামে। এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান তিনি। 

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম  বলেন, “এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে আমাকে নিশ্চিত করেছেন। শ্বাসকষ্ট, হাইপার টেনশন ও ডায়বেটিসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ঈদের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়; তখন তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”

বেলকুচি উপজেলার স্বাস্থ্য বিভাগ গত ২৯ মে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে। তার করোনাভাইরাস পজিটিভ হওবার বিষয়টি সোমবার রাতে পাওয়া ফলাফলে জানা যায়। এরপর রাতেই উপজেলা প্রশাসন থেকে ওই বৃদ্ধের বাড়ি অবরুদ্ধ করে বলে জানান তিনি। 

জাহিদুল বলেন, যথাযথ নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিজ গ্রামে তাকে দাফন করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হল।