চাঁদপুরে প্রবীণ দম্পতিসহ তিন মৃতের নমুনায় করোনাভাইরাস

চাঁদপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া প্রবীণ দম্পতি ও তাদের এক সন্তানের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 01:27 PM
Updated : 1 June 2020, 01:29 PM

সোমবার ৮০ ও ৭০ বছর বয়সী ওই দুই মৃতের এবং তাদের ৫২ বছর বয়সী ঢাকার গার্মেন্টকর্মীর নমুনা পরীক্ষার ফলাফলও পজেটিভ এসেছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

প্রয়াত দম্পতির বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোহাট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তাদের বড় ছেলে ঢাকায় চাকরি করতেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ জানান, গত ২৮ মে স্বামী এবং ৩০ মে স্ত্রী মারা যান। ওই দুইজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়।

“সোমবার নমুনা রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।”

এছাড়া ডা. সালাহউদ্দিন জানান, গত ১৯ মে রাতে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে মারা যান ওই দম্পতির ৫২ বছর বয়সী বড় ছেলে। এ ঢাকার গার্মেন্টকর্মীর নমুনার ফলাফলও পজেটিভ এসেছে।