বরগুনায় লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

বরগুনার বামনা উপজেলায় আখের চারা রোপন করা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মনির হোসেন কামাল বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 09:32 AM
Updated : 4 August 2020, 09:19 AM

রোববার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটায় ওই ব্যক্তি আহত হন। সোমবার ভোর রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ।

নিহত মো. মোকছেদ (৪০) ওই এলাকার মৃত আমজেদ হাওলাদারের ছেলে।

এই ঘটনায় তাদের প্রতিবেশী এক নারী ও তার দুই ছেলে-মেয়েকে পুলিশ আটক করেছে।

বামনা থানার এসআই কামাল হোসেন জানান, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে দক্ষিণ গুদিঘাটায় বেড়িবাঁধের জমিতে আখের চারা রোপন করেন মোকছেদ। এ সময় প্রতিবেশী শাহিন হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪), সুমনের বোন রনি বেগম (১৯) ও মা লাইলী বেগমের (৪৫) সাথে তার কথা কাটাকাটি হয়।

“এক পর্যায় সুমন লাঠি দিয়ে মোকছেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

এসআই কামার বলেন, স্থানীয়রা মোকসেদকে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোকসেদ মারা যান।

কামাল জানান, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামের আত্মীয় বাড়ি থেকে সুমন হাওলাদার, রনি বেগম ও মা লাইলী বেগমকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় বামনা থানায় মামলা হয়েছে।