দক্ষিণ আফ্রিকায় ফেনীর যুবক খুন

দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় ফেনীর এক যুবক নিহতের খবর দিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 05:24 AM
Updated : 1 June 2020, 06:25 AM

বাংলাদেশ সময় রোববার বিকালে দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে এ ঘটনা ঘটে বলে তার স্বজনরা জানিয়েছেন।

নিহত জসিম উদ্দিন (৩৫) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালিগিরি গ্রামের মুন্সি সারেং বাড়ির আবদুর রবের ছেলে।

নিহতের বাবা আবদুর রব বলেন, “গত ১৪ বছর ধরে তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করছে। জসিম আমটাটা শহরে মুদি দোকান চালাত। রোববার বিকালে জসিম দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে ৪/৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে।

“এ সময় জসিম তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে তার হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা জমিকে শ্বাসরোধে হত্যা করে এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ লুট করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশেরএকটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান তার বাবা।

আবদুর রব বলেন, আগামী ঈদুল আজহার সময় জসিমের দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। সে অনুযায়ীতাদের প্রস্তুতিও চলছিল।

ছেলের লাশ দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেনতিনি।

জসিমের মৃত্যুর খবর তার ভাই নাছির রোববার রাতে দেশের বাড়িতে জানালে শোকের ছায়া নেমে আসে। জসিমের মৃত্যুতে তার বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় উপজেলার পালিগিরি গ্রামের এক যুবক নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন।