এসএসসি: প্রথম ফলে ময়মনসিংহে ৮০.১৩% পাস

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম এসএসসি পরীক্ষায় ৮০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 04:16 PM
Updated : 31 May 2020, 04:17 PM

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম রোববার সংবাদমাধ্যমকে এবারের ফলাফলের বিস্তারিত জানান।

ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এর আগে জেএসসি পরীক্ষা হলেও এসএসসি পরীক্ষা হল এবারই প্রধম।

শামসুল ইসলাম বলেন, এবার তার বোর্ডে ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ১২৫ জন।

বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়েছে ৭ হাজার ২৪০ জন, মানবিক শাখায় ১৬৭ জন এবং বাণিজ্য বিভাগে জিপিএ- ৫ পেয়েছে ১৮ জন।

ময়মনসিংহ বোর্ডের অধীন ৪টি জেলার মধ্যে শেরপুর জেলায় পাসের হার সর্বোচ্চ ৮৩.১৭ শতাংশ।

এছাড়া ময়মনসিংহ জেলায় ৮০.০৫ শতাংশ, নেত্রকোণা জেলায় ৭৯.৭৪ শতাংশ এবং জামালপুর জেলায় ৭৮.৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।