এসএসসি: কুমিল্লায় বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বাড়লেও কমেছে গড় পাসের হার।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 04:02 PM
Updated : 31 May 2020, 04:02 PM

কুমিল্লা বোর্ডে এ বছর পাস করেছে ৮৫ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২শ ৪৫ জন।

গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ, ৮ হাজার ৭শ ৬৪ জন জিপিএ-৫ পেয়েছিল।

এবারের মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল রোববার প্রকাশ করা হয়েছে, তাতে সারা দেশে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৫৯ হাজার ৭০ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে পাস করেছে মোট ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.আসাদুজ্জামান  বলেন,  “কুমিল্লা বোর্ডের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। শহরের তুলনায় গ্রামে ইংরেজি ও গণিতের শিক্ষক নেই।” 

পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হলে এ বোর্ডের ফলাফল আরো ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বোর্ডের ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী এবার পাস করেছে। কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান নেই বলে আসাদুজ্জামান জানান।