এসএসসি: বরিশালে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 03:25 PM
Updated : 31 May 2020, 05:41 PM

এবছর পাস করেছে ৭৯ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন। গতবছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৮৯ জন।

রোববার ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, প্রতিবছর ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করা হয়। এ বছর করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তা হয়নি।

“বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলাফল বোর্ডর নিজেস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।”

এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ঘরে বসেই ফলাফল পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

বরিশাল বোর্ডে পাসের হার

পাসের হার

জিপিএ-৫

২০২০

২০১৯

২০১৮

২০২০

২০১৯

২০১৮

৭৯.৭০%

৭৭.৪১%

৭৭.১১%

৪৪৮৩ জন

৪১৮৯ জন

৩৪৬২ জন

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

ছাত্রী

ছাত্র

২০২০

২০১৯

২০১৮

২০২০

২০১৯

২০১৮

৮২.৬৭%

৮০.৩৩%

৭৯.০২%

৭৬.৭২%

৭৪.৪১%

৭৫.২৩%

এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে মেয়েরা।

মেয়েদের মধ্যে পাস করেছে ৮২ দশমিক ৬৭ শতাংশ। ছেলেরা পাস করেছে ৭৬ দশমিক ৭২ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৩৭৪ জন ছাত্রী, ২ হাজার ১০৯ জন ছাত্র।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।